Site icon Doinik Bangla News

কুমিল্লায় ৫২ কেজি গাঁজা ও ০১টি পুরাতন কাভার্ডভ্যান গাড়ী উদ্ধার, আটক ১

ক্রাইম রিপোর্টঃ কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের মিয়া বাজার সাকিনস্থ প্রতাপপুর রাস্তার মাথায় ৫২ কেজি গাঁজা ও ০১ টি পুরাতন কাভার্ডভ্যান গাড়ী উদ্ধার সহ ০১ জন আসামী আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা শাখা কুমিল্লায় কর্মরত এসআই (নিঃ)/আরিফুল ইসলাম,এএসআই/গিয়াস উদ্দিন, এএসআই/ মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের মিয়া বাজার সাকিনস্থ প্রতাপপুর রাস্তার মাথায় ঢাকা মেট্রো-ট-১৫-০০৭৯ রেজিঃ নম্বরের একটি পুরাতন নীল/ হলুদ রংয়ের কাভার্ডভ্যান গাড়ী আসতে দেখে গাড়ীটি ডিবি পুলিশ থামানোর জন্য চালককে সংকেত দিলে চালক সহ গাড়ীতে থাকা অপর একজন ডিবি পুলিশকে চিনতে পেরে চালক উক্ত স্থানে গাড়ীটি থামিয়ে কৌশলে গাড়ীর দরজা খুলে দ্রুত পালিয়ে যায় এবং গাড়ীর ভিতরে চালকের পাশের সিটে বসা মোঃ লাবলু (২৯), পিতা-মৃত নুরুন্নবী, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-মির্জানগর (জয় মিয়ার বাড়ী), থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা- গ্রাম-তারাবৌ ভরাবৌ বাজার (আতাউর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ নামে একজন আসামী গ্রেফতার সহ মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৫-০০৭৯ রেজিঃ নম্বরের পুরাতন নীল/হলুদ রংয়ের কাভার্ডভ্যান গাড়ীটি ডিবি পুলিশ তল্লাশী করে গাড়ীর পিছনের বডিতে ০৩(তিন) টি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত সর্বমোট ৫২(বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করেন।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

Exit mobile version