ফেনী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৫ আগস্টের পর কুমিল্লা পাসপোর্ট অফিস থেকে ফিরিয়ে দেয়া মামলার আসামি ফ্যাসিস্ট সরকার ও আওয়ামী লীগের নেতাদের পাসপোর্ট করে দেন জাহাঙ্গীর আলম। তার বিনিময়ে হাতিয়ে নিয়েছে প্রচুর অর্থ। যার ফলে অভিযুক্ত আসামিদের বিচারের আওতায় আনা যায়নি। বিষয়টি অনুসন্ধানি রিপোর্টে বের হয়ে আসে।
কাজী ট্রাভেলস,বিজয় ট্রাভেলস,বিপ্লব ট্রাভেলস,স্বপনের দোকান থেকে একাজ গুলো নিয়ন্ত্রণ করে দালসলের মাধ্যমে ফেনি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
এবিষয়ে ছাত্র আন্দোলনে অংশ গ্রহন করা ছাত্ররা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জাহাঙ্গীর ৫ আগষ্টের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্র বিরোধী অপরাধ করেছে। বিষয়টি তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবী জানায় তারা।
বিষয়টি সম্পর্কে জাহাঙ্গীর এর সাথে কথা বলার জন্য ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.