স্টাফ রিপোর্টার, হোমনা , কুমিল্লা।
কুমিল্লার হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির চাপায় দুই বছরের বয়সের এক শিশু (ফাইজা আক্তার) নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়।
ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ফাইজা আক্তার নামে শিশুটি।শিশুটির মা অভিযোগ করে বলেন—
“গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজার জীবন চলে গেলো।”দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।
হঠাৎ সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। পরিবারের দাবি—গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।ঘটনার খবর পেয়ে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত ইউএনও শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে যান।
শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন। এবং সঠিক তদন্ত করে বিচারের আশ্বাস দেন। এমন ঘটনায় এলাকা বাসি ও হত বাক সঠিক বিচার চান এলাকা বাসিও।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.