
তৌহিদ খন্দকার তপু, কুমিল্লা।
৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমের উদ্যোগে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে র্যালিটি কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে শুরু হয় ।
র্যালিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। লাল-সবুজের বিজয়ের পতাকা হাতে অংশগ্রহণকারীরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিটি শেষে কুমিল্লা টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.