
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রহমান ইয়াছিন তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
হাজী ইয়াছিন জানান, দলের বৃহত্তর স্বার্থ, ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তিনি ব্যক্তিগত অবস্থান থেকে সরে এসে মনোনয়ন প্রত্যাহার করছেন। দলের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করাই একজন আদর্শ রাজনৈতিক কর্মীর দায়িত্ব—এমন মন্তব্যও করেন তিনি।
এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় বিএনপি হাজী আমিনুর রহমান ইয়াছিনকে নতুন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে। তাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সকল সংসদীয় আসনের সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগী ভূমিকার স্বীকৃতি হিসেবেই হাজী ইয়াছিনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করতে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাজী ইয়াছিনের এই দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে বলেন, তার নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.