
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ একাধিক প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী ঘোষণা করে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মোঃ আবুল কালাম এ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর নির্বাচনী প্রতীক ধানের শীষ।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে সৈয়দ এ. কে. এম. সরওয়ার সিদ্দিকীকে। জামায়াত মনোনীত এই প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা।
চূড়ান্ত তালিকা অনুযায়ী অন্যান্য প্রার্থীরা হলেন—
ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোঃ আবু বকর ছিদ্দিক (প্রতীক: চেয়ার),
জাতীয় পার্টির প্রার্থী মোঃ গোলাম মোস্তফা কামাল (প্রতীক: লাঙ্গল),
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মোঃ মিজানুর রহমান চৌধুরী (প্রতীক: ছড়ি),
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সেলিম মাহমুদ (প্রতীক: হাতপাখা),
স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম (প্রতীক: হাঁস),
এবং স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা (প্রতীক: ফুটবল)।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল ২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচারণা শুরুর খবরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
প্রার্থী ও তাদের সমর্থকরা পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ এবং গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.