
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আবুল কালাম আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল থেকে নিজ এলাকা লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রাম থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় গণসংযোগ করেন আবুল কালাম।
পরে লাকসাম বাজারে ডোল ও বাঁশির তালে তালে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন তিনি। বাজারের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীর্ষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এরপর উত্তরদা ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও নির্বাচনী প্রচারণা চালান।
প্রচারণাকালে আবুল কালাম বলেন, দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষকবান্ধব নীতি, প্রান্তিক ও গ্রামীণ দরিদ্র নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে দলটি অগ্রাধিকার দেবে।
স্থানীয় ভোটাররাও বলেন, দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা দেখতে পেয়ে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.