"
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে দৌলতগঞ্জ স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে অবস্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় লাকসামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় ড. সরওয়ার ছিদ্দিকী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার আগে সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) গড়ে তোলা জরুরি। তিনি আশা প্রকাশ করে বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে প্রশাসন, প্রার্থী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নির্বাচিত হলে উন্নয়ন ও ন্যায়বিচারকে সমান গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যমুক্ত সমাজ গড়াই হবে তাঁর মূল লক্ষ্য। লাকসাম ও মনোহরগঞ্জকে পরিকল্পিত শহরে রূপান্তর, দৌলতগঞ্জ বাজার ও লাকসাম রেল জংশনের ঐতিহ্য পুনরুদ্ধার, ডাকাতিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও নান্দনিক উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
এছাড়া তিনি নতুন প্রজন্মকে মাদক থেকে রক্ষা, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর অবদান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, তাঁর নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ফয়জুন্নেছা জাদুঘর আধুনিকায়ন, ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ এবং শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড বা বিসিক শিল্পনগরী স্থাপনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্যের সুযোগ থাকবে না।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুই উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.