লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার মনোনয়ন বৈধতা পেয়েছে। এর আগে মনোনয়ন যাচাই-বাছাই শেষে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জেলা নির্বাচন অফিসার তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন। তবে পরবর্তীতে আপিলের মাধ্যমে তিনি মনোনয়ন বৈধতা ফিরে পান।
সামিরা আজিম দোলা কুমিল্লা–৯ আসনের প্রয়াত বিএনপি নেতা কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা। জানা যায়, তিনি বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলেন। তবে দলীয়ভাবে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এ কারণে রাজনৈতিক অঙ্গনে তাঁকে ‘ধানের শীষের বিদ্রোহী প্রার্থী’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
অন্যদিকে, কুমিল্লা–৯ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে আবুল কালামের নাম। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামিরা আজিম দোলার নির্বাচনী তৎপরতা চালিয়ে যাওয়ায় স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও বিভ্রান্তি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সমাধানের উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত সামিরা আজিম দোলা তাঁর মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেননি। এতে করে দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন উঠছে।
তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, সামিরা আজিম দোলার এই অবস্থান দলের জন্য ক্ষতিকর হয়ে উঠছে এবং এতে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তাঁর কোনো সাংগঠনিক পদ না থাকায় দলীয়ভাবে তাঁকে বহিষ্কারের সুযোগও সীমিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, কুমিল্লা–৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্ত অবস্থান থাকায় নির্বাচনী সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।
সব মিলিয়ে, সামিরা আজিম দোলা মনোনয়ন প্রত্যাহার করবেন কি না—সে দিকেই এখন তাকিয়ে রয়েছে কুমিল্লা–৯ লাকসাম–মনোহরগঞ্জের বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা। তাঁর চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য ক্ষতি বা লাভের চিত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.