
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ সংসদীয় আসনের সমন্বয়ক, সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি নিজাম উদ্দীন কায়সার-এর উদ্যোগে কুমিল্লা-৯ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সামিরা আজিম দোলা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে তার জন্য সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হওয়ার সুযোগ রয়েছে।
এদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম-এর সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—সামিরা আজিম দোলার নেতাকর্মীদের সঙ্গে যেন সবাই সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক আচরণ করেন।
শেষ পর্যন্ত এই রাজনৈতিক ঐক্যকে সামনে রেখে নেতৃবৃন্দ বলেন—
“ঐক্যেই শক্তি
তবে এ বিষয়ে সামিরা আজিম দোলার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন বা লিখিত বক্তব্য দেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.