
কুমিল্লা( লাকাসাম)প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণাকালে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। প্রচারণার দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন আবুল কালামের একনিষ্ঠ কর্মী ইউসুফ ভান্ডারি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণার সময় মাইকিং করার সময় একপর্যায়ে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালেও তার পরনে ছিল ধানের শীর্ষ মার্কার আবুল কালাম সাহেবের টি শার্ট। তিনি এমন এক দল পাগল ছিলেন দিনরাত দলের পিছনে ছুটে চলেছেন আবুল কালাম সাহেব যখন আসবে তার ধানের শীর্ষ মার্কার প্রচারণায় ব্যস্ত থাকতেন।
তার বাড়ী ছিল লাকসাম পৌরসভার ফতেহপুর গ্রামে।
ইউসুফ ভান্ডারির আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ধানের শীর্ষের নেতাকর্মীসহ স্থানীয়রা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক সমবেদনা।
আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.