৫ কোটি টাকার জমি দান করেও আমন্ত্রণ পায়নি জমিদাতার পরিবার

ঢাকার ধামরাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নবনির্মিত ভবন বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। ৫ কোটি টাকা মূল্যের জমি দান করার পরও ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি জমিদাতার পরিবারের কেউ।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন।

এ সাব-রেজিস্ট্রার অফিস প্রতিষ্ঠার জন্য বর্তমান বাজার মূল্যে প্রায় ৫ (পাঁচ) কোটি টাকা মূল্যের জমি দান করেন জবেদ আলী মাতাব্বর। প্রয়াত জবেদ আলী মাতাব্বরের পরিবারকে এ নবনির্মিত সাব-রেজিস্ট্রার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ওই জমিদাতার পরিবারের সদস্যরা  চরমভাবে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

জমিদাতা কালামপুর গ্রামের মো. জবেদ আলী মাতাব্বরের ছেলে মো. ইউসুফ আলী ভেণ্ডার বলেন, আমার বাবা সাব-রেজিস্ট্রার অফিসের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের অনুরোধে সরকারকে ২৫ শতাংশ জমি দান করেন। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকার বেশি হবে। অথচ আজ আমাদের কোনো মূল্যায়ন নেই।

সাব-রেজিস্ট্রার মো. আব্দুল মতিন বলেন, পুরাতন ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তাই ওই ভবনটি ভেঙে ফেলে নতুন ভবনটি নির্মাণ করা হয়। এ ভবনটির উদ্বোধন করতেই আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ধামরাইয়ের কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। আমি নতুন যোগদান করেছি তাই আমি কাউকে তেমন চিনি না। কাজেই আমার দায়িত্ব পালনে কোনো ভুলভ্রান্তি হলে আমাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সূত্রঃ যুগান্তর

Leave a Reply