
লাকসাম(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের ধানের শীর্ষের প্রার্থী আবুল কালাম বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান এবং বলেন, খেলাধুলা ও শিক্ষার সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম।
এরই ধারাবাহিকতায় আজ তিনি তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লার লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের চরবাড়িয়ায় একটি টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ,
লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান,
লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, রাফসান,
যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক,
স্বেচ্ছাসেবক দলের বিল্লাল, নুর আলম, রাজু, আবু ইউসুফ জুয়েল, রোবেল,
ছাত্রদলের নুর নবী মহসিন, মো. রহিম বাদশাহ, জহির উদ্দিন রুবেল,
গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও আজগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, আজগড়া ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা, পড়ালেখা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও সৃজনশীল পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে ব্যাট হাতে নিয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি আবুল কালাম।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.