নিজস্ব প্রতিবেদক:
যারা ছাত্র–ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বে ছিলেন, তারাই আজ তাদের শিক্ষাজীবনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন—চলমান শিক্ষকদের কর্মবিরতি ঘিরে এমনই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে।
সাম্প্রতিক সময়ের এই কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস বার্ষিক পরীক্ষা স্থবির হয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি ঘনিয়ে এলেও ক্লাস ও রুটিন অনুযায়ী পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে।
শিক্ষার্থীদের অনেকেই বলেন,
“যারা আমাদের আলোর পথ দেখানোর কথা, তারাই এখন পরীক্ষার আগে বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমরা বুঝি শিক্ষকদের ন্যায্য দাবি আছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ কেন থেমে যাবে?”
অভিভাবকেরা জানান, দীর্ঘ সময় ধরে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ায় ছেলে–মেয়েদের পড়াশোনায় মনোযোগ নষ্ট হচ্ছে। বিশেষ করে বোর্ড পরীক্ষার আগে এমন অস্থিতিশীলতা তাদের মানসিক চাপ বাড়াচ্ছে।
আর এদিকে শিক্ষকরা বলছেন, তাদের চাকরির কাঠামো, বেতন–ভাতা এবং অন্যান্য ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাঁদের।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় সরকার। শিক্ষার্থীদের পরীক্ষার স্বার্থে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
শিক্ষকদের ন্যায্য দাবি থাকলেও কর্মবিরতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় দ্রুত সমঝোতায় পৌঁছানো এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.