Site icon Doinik Bangla News

চৌদ্দগ্রামে ৫০ লক্ষ টাকা নিয়ে উদায় এই যুবলীগ নেতা আব্দুল মালেক

কুমিল্লা চৌদ্দগ্রামে আওয়ামী প্রভাব খাটিয়ে গড়ে তোলা হয়েছে ‘কোয়ালিটি ব্রিকস্’ নামে ইটভাটা, সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে অত্র অত্র ব্রিকস এর মালিক যুবলীগ নেতা আব্দুল মালেক । বেশি লাভের আশায় ৫০ লাখ টাকার ‘ফরওয়ার্ড ইট’ কিনে প্রতারিত হয়েছেন আবদুর রাজ্জাক নামের এক ব্যবসায়ী। ৪ বছরেও লভ্যাংশসহ মূল টাকা ফেরত দিচ্ছে না কালিকাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বাঙ্গালমুড়ি গ্রামের আবদুল লতিফের ছেলে মোঃ আবদুল মালেক। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবদুর রাজ্জাক প্রতারক যুবলীগ নেতা আবদুল মালেক ও তাঁর ভাই ভাটার পরিচালক তোফায়েল আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বলে জানান রাজ্জাক । বিভিন্ন মামলা থাকার পরও কি ভাবে দেশ বিদেশে ভ্রমণ করে যাচ্ছে এই যুবলীগ নেতা আব্দুল মালেক। এতে উত্তেজনা বিরাজ করছে স্থানীয় লোকদের মাঝে ।

সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক উল্লেখ করে বলেন। কালিকা পুর ইউনিয়নের ভাঙ্গাল মুড়ি রাস্তা সংলগ্ন অবস্থিত কোয়ালিটি ব্রিকস্ নামে একটি ইটভাটা । অত্র ব্রিকসের মালিক আবদুল মালেক ২০২১ সালে ভাটা পরিচালনার জন্য টাকার প্রয়োজন পরায় আবদুর রাজ্জাককে অগ্রীম ‘ফরওয়ার্ড ইট’ কেনার প্রস্তাব দিয়ে থাকে । আবদুল মালেক তার নামীয় ব্যাংক একাউন্টের ৫টি চেক ও প্রমাণ হিসেবে ক্যাশমেমো ও ৩২ সাল মেয়াদ পর্যন্ত একটি পাসপোর্ট আব্দুর রাজ্জাকের কাছে জামানত হিসেবে জমা রেখে তিনশত টাকার স্ট্যাম্পে আবদুর রাজ্জাক এর কাছ থেকে ১০ লক্ষ ইট বাবদ ৫০ লক্ষ টাকা নিয়ে যায় আব্দুল মালেক। প্রতিমাসে আবদুর রাজ্জাককে লভ্যাংশ বাবদ ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেয়ার কথা ছিলে মালেকের। চুক্তি ভঙ্গ করা ও লভ্যাংশ না দেয়ায় কয়েকবার শালিশ বৈঠক করেও হয়নি সমাধান । এক পর্যায়ে ২০২৩ সালের ২৬ জুলাই কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচার অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
কোয়ালিটি ব্রিকস্ এর পাশ^বর্তী স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন। , ক্ষমতা প্রভাব খাটিয়ে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক মানুষের কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি উত্তোলন করতো। অনেকের জমি থেকে মাটি কিনলেও নামমাত্র মূল্য পরিশোধ করতো। এছাড়া আবদুর রাজ্জাকের সাথে লেনলেনের বিষয়টি সকলে জানলেও ক্ষমতার প্রভাবে সে অস্বীকার করতো। আবদুর রাজ্জাক ছাড়াও যুবলীগ নেতা আবদুল মালেকের প্রতারণার শিকার হয়ে আরও অনেকে। লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যুবলীগ নেতা আবদুল মালেক নকল পাসপোর্ট বানিয়ে বিভিন্ন দেশ বিদেশে পালিয়ে বলে এমন মন্তব্য করে যাচ্ছে এলাকা বাসি। তাই প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা,, এ ব্যাপারে শনিবার কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক ও তাঁর ভাই তোফায়েল আহমেদের বক্তব্য জানতে মুঠোফোনে বারবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।

Exit mobile version