বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহেরর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার অংশ হিসবে সদস্য ফর্মবিতরণ ও রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে আলোচনা সভা কুমিল্লা টাউন হল মিলনায়তনে বিকাল ৩ ট্য় কুমিল্লা দঃ জেলা সভাপতি নাদিসুর রহমান শিশিরের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর মাহমুদ ওয়াসিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম ফখরুল হাসান, মাসুদুর রহমান মাসুদ রানা
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.