Site icon Doinik Bangla News

জান মালের নিরাপত্তাহীনতায় এক শিক্ষক পরিবার

বাংলা নিউজ ডেস্কঃ কুমিল্লায় জান মালের চরম নিরাপত্তাহীনতায় আছে এক অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবার। কুমিল্লা শহরের পুরাতন চৌধুরী পাড়ায় আলোছায়া ভবনের ২য় তলার বাসিন্দা এই শিক্ষক পরিবারটি অজ্ঞাত নামা লোকদের দ্বারা প্রতিনিয়ত হুমকির মধ্যে আছে।
রবিবার (০১ জানুয়ারী) সরজমিনে খোজ নিয়ে জানা যায়, অবসর প্রাপ্ত শিক্ষক পরিবারের আবদুল ওয়াদুদ ভূঞা কুমিল্লা পিটিআই এর একজন সরকারী কর্মকর্তা (ইন্সট্রাকটর) ছিলেন।তাহার স্ত্রী  হালিমা বানু কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তারা দুইজনেই বর্তমানে অবসর জীবনে আছেন। তাহাদের একজন ছেলে সন্তান আছে। সে একজন মানবাধিকার কর্মী ও বিভিন্ন সমাজসেবা  কর্মকাণ্ড সহ পেশাদারিত্ব কাজে জড়িত আছেন।  বিগত কয়েক মাস যাবত অজ্ঞাত নামা কে বা কারা তাহাদের ছেলের কাজে কর্মে  নানাহ বাঁধা বিঘ্ন সৃষ্টি করিয়া আসিতেছে।  বিভ্রান্তি মূলক তথ্য প্রচার করিয়া রাজনৈতিক ভাবে তাহাকে কোন প্রভাবশালী মহলের রোষানলে ফেলার অপচেষ্টা করিতেছে। তাহাদের পরিবারের সদস্যদের সাথে আলাপকালে জানা যায়, দিন রাতে চলার পথে কে বা কারা  তাহাদের ছেলেকে  অনুসরণ করে। এহেন পরিস্থিতিতে, শিক্ষক পরিবারটি তাহাদের কিংবা তাহাদের সন্তানের জান মালের যে কোন ক্ষতির আশংকা করিতেছে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,  ঐ অবসর প্রাপ্ত শিক্ষিকার এক মাত্র ছেলে সন্তানটি স্বাভাবিক জীবন যাত্রায় খুব নিরাপত্তাহীনতায় আছে। উক্ত ব্যাপারে ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট জেলার কোতয়ালী মডেল থানায় জিডিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরকে    অবহিত করা হয়েছে।
Exit mobile version