
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ধানের শীষের প্রার্থী আবুল কালামের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে সামিরা আজিম দোলা বলেন, দলের বৃহত্তর স্বার্থ, ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রয়াত কর্নেল এম আনোয়ারুল আজিমের কন্যা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংসদীয় সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদরাতুল বারি আবু, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে সামিরা আজিম দোলা লাকসাম ও মনোহরগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার বাবার ইন্তেকালের পর থেকে এলাকার মানুষ তার পরিবারকে যে অকৃত্রিম ভালোবাসা ও সহমর্মিতা দেখিয়েছেন, তা তিনি আজীবন মনে রাখবেন।
তিনি বলেন, তার আদর্শিক শেকড় ও রাজনৈতিক অবস্থান সবসময় বিএনপির সাথেই ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার বাবা রাজনীতিতে যুক্ত হন এবং আমৃত্যু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির পতাকাতলেই অবিচল ছিলেন। সেই আদর্শের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
সামিরা আজিম দোলা আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল তৃণমূলের অবহেলিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং এলাকার সাধারণ মানুষের অধিকার ও দাবিগুলো তুলে ধরা।
তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, কুমিল্লা-৯ আসন অতীতেও বিএনপির একটি শক্ত ঘাঁটি ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ব্যক্তিগত কোনো পদ বা পরিচয়ের চেয়ে দলের ঐক্য ও বৃহত্তর স্বার্থ তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি দলের প্রার্থী আবুল কালামের পক্ষে মাঠে কাজ করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে ভূমিকা রাখবেন।
শেষে তিনি বলেন, বাবার আদর্শ অনুসরণ করেই তিনি ও তার পরিবার আজীবন মানুষের সেবা এবং ধানের শীষের রাজনীতির সাথেই থাকতে চান। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.