Site icon Doinik Bangla News

ফ্রি মেডিকেল ক্যাম্প;এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ।

কুমিল্লা প্রতিনিধিঃ মানুষের কল‍্যানে কাজ করে চলেছে অলাভজনক সংগঠন এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ ফেইসবুক গ্রুপ। এটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন প্রকার সামাজিক মূলক কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বজন স্বীকৃত মানবিক প্রতিষ্ঠান হিসেবে গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১১ফেফ্রয়ারী) কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ব্লাড ব্যাংক ০২ ব্যাচ বিডি উদ্যােগ আর সেবা হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রায় সারাদিনই চলে সেবাদান কার্যক্রম।শিক্ষক শিক্ষার্থী ছাড়া ওই অঞ্চলের নানা শ্রেণি পেশার মানুষ ফ্রী মেডিকেল ক্যাম্প চিকিৎসা নিতে আসেন। কুমিল্লা সেবা হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার ধারা এ চিকিৎসা সেবা প্রধান করা হয়।এই অনুষ্ঠানকে ঘিরে ০২ ব্যাচ বন্ধুদের মিলন মেলায় পরিনত হয়,চলে আড্ডা গান, এর পর আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রবীন শিক্ষকরাও।আলোচনার এক পর্যায়ে অতিথিদের কেরেস্ট,০২ ব্যাচ লোগো সম্বলিত গেঞ্জি প্রধান করা হয়।কুমিল্লা অঞ্চলের এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ গ্রুপের আয়োজনে উপস্থিত ছিলেন,০২ ব্যাচের বন্ধু বরুড়া উপজেলার নির্বাহী অফিসার আনিসুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন এডমিন মাহমুদ হাসান সুমন, মডারেটর সৈয়দ আরিফ হাসান, ২০০২ ব্ল্যাড ব্যাংক মডারেটর -এম আর খান বাবু, মোঃ নিজাম খান, শামীম হাসান চৌধুরী, কুমিল্লা সেবা হাসপাতাল এর ম্যানেজিং ডিরেক্টর তানভীর হোসেন সুমন ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফ মজুমদার , রাহাত রানা, জামাল, রাজীব, মাসুদ নোমানী প্রমুখ সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধু সাকিলা।

Exit mobile version