বজ্রপাতে তিন জেলায় মৃত্যু ১১

তিন জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে ৯ জন, বগুড়ায় একজন ও দিনাজপুরের একজন মারা গেছেন।

সিরাজগঞ্জ 
বিকেলে জেলার উল্লাপাড়ায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৫৫), মোন্নাফ হোসেন (২০), শমসের আলী (৫২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ঋতু খাতুন (১৪) ও জান্নাতি খাতুন (১২)।

বগুড়া
দুপুরে শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়া এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে হোসেন আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। হোসেন আলী ওই এলাকার ইফরান আলীর ছেলে। এ ঘটনায় ইফরান আলী ও ইয়াছিন তালুকদার আহত হয়েছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজনের চিকিৎসা চলছে।

দিনাজপুর
বীরগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে অমিত্র রায় (৩৭) নামের এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার আশ্রমপাড়া গ্রামের চৈতন্য রায়ের ছেলে। উপজেলার শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় বজ্রপাতে অমিত্র রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply