প্রশাসনে শোকের ছায়া, কুমিল্লার পুত্রবধূ ফেরদৌস আরা আর নেই
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ৭টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে প্রশাসন ক্যাডারসহ স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তা ছিলেন। গত সোমবার কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। পরে তাঁকে দ্রুত ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
তিনি চলতি বছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। স্বল্প সময়ের মধ্যেই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি জনপ্রশাসনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, ফেরদৌস আরা মাইগ্রেনজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর পৈতৃক বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। তিনি কুমিল্লার পুত্রবধূ ছিলেন—তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর মরদেহ শ্বশুরবাড়ি দাউদকান্দিতেই দাফন করা হবে।
ফেরদৌস আরার আকস্মিক মৃত্যুতে জনপ্রশাসনের এক উজ্জ্বল সম্ভাবনার অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.