তৌহিদ খন্দকার তপু।। কুমিল্লার ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল হয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা অধ্যক্ষকে কলেজ মসজিদে অবরুদ্ধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শী ও কলেজে শিক্ষার্থীদের সূত্র জানা যায় জানান, সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। বিকেলে তারা অধ্যক্ষের সঙ্গে সংলাপে বসেন। তবে আশ্বাসমূলক কোনো সিদ্ধান্ত ও সুস্পষ্ট রোডম্যাপ না পেয়ে সংলাপ ভেঙে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টার দিকে অধ্যক্ষকে মসজিদের একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা কক্ষটির বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন “অধ্যক্ষের পদত্যাগ চাই।”
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পক্ষপাতমূলক আচরণ, দুর্ব্যবহার ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। এসব কারণে কলেজের একাডেমিক পরিবেশ নষ্ট হয়েছে বলে তারা দাবি করেন।
এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৯ দফা দাবি পেশ করেন এবং বাস্তবায়নের জন্য দুই কার্যদিবস সময় দেন কর্তৃপক্ষকে।
অবরুদ্ধ অবস্থায় অধ্যক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কলেজের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের এমন আচরণকে “চরম হতাশাজনক” বলে মন্তব্য করেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, “ভিক্টোরিয়া কলেজে ছাত্র-শিক্ষকের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ক্যাম্পাসে উপস্থিত রয়েছে। আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.