ভিক্টোরিয়ান্সের জয়ে মিছিলের নগরী কুমিল্লা; “কুমিল্লা নামেই বিভাগ চাই”,মিছিলের মুল স্লোগান

স্পোর্টস ডেস্কঃ

বিপিএল ফাইনালে শ্বাসরুদ্ধ ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয়বারের মতো শিরোপা জয়ে কুমিল্লা জুড়ে শুরু হয়েছে উৎসব। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আতশবাজি আর মিছিলে মিছিলে মুখর হতে থাকে কুমিল্লা মহানগরী,নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় প্রাণকেন্দ্র পূবালী চত্বরে।এসব মিছিলে ভিক্টোরিয়ান্সের জয়ের অভিনন্দন জানানো ছাড়াও  “কুমিল্লা নামে বিভাগ চাই” স্লোগান ছিলো মূল আকর্ষন।
ফাইনাল হলো ঠিক ফাইনালের মতোই। দুই দলের লড়াই হলো একদম শেষ বল পর্যন্ত। শেষ বলে জয়ের জন্য ফরচুন বরিশালকে করতে হতো ৩ রান। কিন্তু মাত্র ১ রান নিতে পেরেছেন স্ট্রাইকে থাকা ব্যাটার তৌহিদ হৃদয়। যার ফলে মাত্র ১ রানের জয়ে তৃতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে গেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগে ব্যাট করে কুমিল্লার সংগ্রহ ছিল ১৫১ রান। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৩ বলে ৫৭ রান করেছিলেন সুনিল নারিন। বিপরীতে পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৫০ রানে থেমেছে বরিশালের ইনিংস। বল হাতেও ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়ে কুমিল্লার জয়ের নায়ক সুনিল নারিন।
এ নিয়ে তিনবার ফাইনালে উঠে তিনবারই রানার্সআপ হয়ে শেষ করতে হলো বরিশালকে। ২০১২ সালে প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে হারের পর, ২০১৫ সালে কুমিল্লার কাছেই ফাইনাল হেরেছিল বরিশালের দল। এবার দ্বিতীয়বারের মতো কুমিল্লার কাছে হেরে হতাশায় আসর শেষ হলো বরিশালের।

অন্যদিকে ২০১৫ ও ২০১৯ সালের পর এবার তৃতীয়বারের মতো শিরোপা জিতলো কুমিল্লা। মাশরাফি বিন মর্তুজার পর মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে বিপিএলে একের অধিনায়ক শিরোপা জিতলেন ইমরুল কায়েস। অধিনায়ক হিসেবে মাশরাফি চ্যাম্পিয়ন হয়েছেন চারবার। এছাড়া অন্য দুইবার শিরোপা উঠেছে সাকিব আল হাসান (২০১৬) ও আন্দ্রে রাসেল (২০২০)।
সংক্ষিপ্ত স্কোরঃকুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৫১/৯, ২০ ওভারে (সুনীল নারিন ৫৭, ইমরুল কায়েস ১২, মঈন আলী ৩৮, আবু হায়দার রনি ১৯। মুজিব উর রেহমান ২/২৭, শফিকুল ইসলাম ২/৩১)।
ফরচুন বরিশাল ১৫০/৮, ২০ ওভারে (ক্রিস গেইল ৩৩, সৈকত আলী ৫৮, নুরুল হাসান ১৪, নাজমুল হোসেন শান্ত ১২। সুনীল নারিন ২/১৫, তানভির ইসলাম ২/২৫)।
ফলাফলঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী।

Leave a Reply