
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাবের সকল সদস্য একত্রিত হয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এ সময় সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পূর্ব ঘোষিত কর্ম সূচির অংশ হিসেবে ভোর সূর্যোদয় ০৬ঃ৩৪ মিনিটের সময় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ এর শুভ সূচনা করা হয়।
মহান বিজয় দিবসে লাকসাম প্রেস ক্লাবের পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.