মানবিক কুমিল্লা'র তত্বাবধানে ধারাবাহিক 'বৃক্ষরোপন অভিযান' এর উদ্বোধন করা হয়েছে।
অদ্য ২০ শে জুন ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার 'মানবিক কুমিল্লা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কুমিল্লা মহানগরীর সম্মানিত সভাপতি জনাব উদবাতুল বারী আবু কুমিল্লা মহানগরীর ৩ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে ধারাবাহিক 'বৃক্ষরোপন অভিযান' এর অংশ হিসেবে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, কুমিল্লা'র প্রাঙ্গণে নিম, আমলকি, হরতকি এবং লিচু সহ ফলজ ও ঔষধি গাছ লাগানোর মাধ্যমে বৃক্ষরোপন অভিযান এর শুভ উদ্বোধন করেন।
বৃক্ষ মানুষের বেঁচে থাকার মাধ্যম। আল্লাহ তাআলা মানুষের কল্যাণেই পৃথিবীতে সব সৃষ্টি করেছেন। গাছ সেসবের মধ্যে অন্যতম। জরুরি পরিস্থিতিতে, যুদ্ধের সময়ও নবীজি গাছ কাটতে নিষেধ করেছেন।
হাদিসে বৃক্ষরোপণকে উত্তম ইবাদত বলা হয়েছে। ইসলামি পরিভাষায় যাকে সদকায়ে জারিয়া বলা হয়েছে। প্রিয় নবী (সা.) বলেছেন-- ‘যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষের চারা রোপণ করে, আর এতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে যা খায়, তা তার জন্য সদকা, যা চুরি হয়, যা কিছু গৃহপালিত পশু এবং অন্যান্য পাখপাখালি খাবে, এসবই তার জন্য সদকা’ (বুখারি ও মুসলিম)।
গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে প্রিয়নবী (সা.) আরও বলেন-- ‘তুমি যদি নিশ্চিতভাবে জানতে পার যে, কিয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তার পরও তা লাগিয়ে দাও।’ (মিশকাতুল মাসাবিহ)।
উক্ত বৃক্ষরোপন অভিযান এর সময় কুমিল্লা মহানগরীর ৩ নং ওয়ার্ডের এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন!
#বৃক্ষরোপন_অভিযান #মানবিক_কুমিল্লা #উদবাতুল_বারী_আবু
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.