মুদাফরগন্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ, সম্পাদক মোস্তফা, সাংগঠনিক বাচ্চু নির্বাচিত হয়েছে।
কুমিল্লা জেলার রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল লাকসাম, কেন্দ্রীয় বিএনপি ঘোষিত তৃনমুল বিএনপি কমিটির গঠন করার অংশ হিসাবে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের নির্দেশে ইতিমধ্যে সকল ইউনিয়নের ওয়ার্ড কমিটি নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে তারই ধারাবাহিকতায় মুদাফরগন্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির নির্বাচনে সভাপতি সিরাজ মিয়া সাধারণ সম্পাদক মো:মোস্তফা কামাল এবং সাংগঠনিক সম্পাদনা হিসাবে জাফর ইকবাল বাচ্ছু নির্বাচিত হয়েছেন, এই উপলক্ষে মুদাফরগন্জ দক্ষিণ প্রবাসী পরিবারের পক্ষ থেকে নির্বাচিত নেতৃবৃন্দকে তাৎক্ষণিক এক সংবর্ধনা দেয়া হয়, এই সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক নূরনবী চৌধুরী,প্রবাসী পরিবারের সবেক সফল সভাপতি মীর্জা সোহেল, তৌহিদুর রহমান, মোহাম্মদ সোহাগ সহ প্রবাসী পরিবারের সকল নেতৃবৃন্দ,মুদাফরগন্জ ইউনিয়ন যুবদলের আহব্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সোহেল রানা,মুদাফরগন্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই বিজয়কে তৃনমুলের ত্যাগি কর্মীদের মূল্যায়নের অংশ মনে করেন,এই নির্বাচনে মুদাফরগন্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন,তারা বলেন আমার কালাম ভাইকে ধন্যবাদ জানাই দলের দুঃসময়ে কর্মীদের মূল্যান করার জন্য, নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে আবুল কালাম ভাইয়ের নেতৃত্বে লাকসাম মনোহরগন্জে বিএনপিকে বিজয়ী করে কলাম ভাই সংসদে পাঠাবো ইনশাআল্লাহ
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.