
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ধানের শীর্ষের প্রার্থী আবুল কালামের পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন লাকসাম পৌরসভা মহিলা দলের সভাপতি সাইকা মাকসুদ।
তিনি বুধবার লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক কাউছার আক্তার পান্না, ও পৌরসভার সাংগঠনিক সম্পাদক বিলকিছ আক্তার মেঘা (মেঘনা জাহান) পৌরসভা ৯ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি ফিরোজা বেগমসহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ। তারা পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ধানের শীর্ষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সালাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
গণসংযোগকালে সাইকা মাকসুদ ভোটারদের উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা কার্ড ও শিক্ষা উপকরণ প্রদানের প্রতিশ্রুতি তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
তিনি বলেন, মনোনয়ন পাওয়ার আগেও আবুল কালাম লাকসাম উপজেলার গরিব ও সাধারণ মানুষের নেতা হিসেবে কাজ করেছেন। এলাকায় স্কুল, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
স্থানীয় অনেক ভোটার জানান, আবুল কালামের অতীত অবদান, জনসম্পৃক্ততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বিবেচনায় তারা তাকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী আবুল কালাম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় ভোটাররা। আগামীর লাকসাম মনোহরগঞ্জের উন্নয়নে আবুল কালামের বিকল্প কেউ নাই মনে করেন ভোটাররা।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.