
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে সরকারি প্রায় ২৬ একর দখল হয়ে আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি খাল দখল করে মাছ চাষ করছে আবার কেউ খাল ভরাট করে বাড়ি ঘর করছে, স্থানীয় বাসিন্দাদের কৃষি, সেচ এবং বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে খালটির বিভিন্ন অংশে অবৈধভাবে দখল ও ভরাটের অভিযোগ উঠেছে, যার ফলে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং স্থানীয় পরিবেশ ও কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছেন এলাকাবাসি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়—
গ্রামের সাধারণ মানুষ জানান—
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার খাল পুনঃউদ্ধার ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ীভাবে বাস্তবায়িত হয়নি বলে এলাকার মানুষ দাবি করেন। তবে প্রশাসন জানিয়েছে—
বিশেষজ্ঞদের মতে সরকারি খাল দখল ও ভরাট হওয়ার প্রধান ক্ষতিগুলো হলো—
মনপাল গ্রামে এসব প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে বলে স্থানীয়রা বলছেন।
বর্ষাকালে বৃষ্টির পানি নামতে না পারার ফলে বন্যা দেখা দেয়।
১. খালটির পূর্ণমাত্রায় ম্যাপিং ও চিহ্নিতকরণ
২. দখল করা অংশ পুনরুদ্ধারে কঠোর আইনগত ব্যবস্থা
৩. স্থানীয় জনগণকে সাথে নিয়ে সচেতনতা ও কমিউনিটি উদ্যোগ
৪. খাল পুনঃখনন ও সংস্কার
৫. দখলমুক্ত এলাকার নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ
মনপাল গ্রামের সরকারি খাল গুলো উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ জলাধার। এটি দখল বা ভরাট হয়ে গেলে শুধু কৃষি নয়, পুরো এলাকার পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রশাসন, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় খালটি দখলমুক্ত করে পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.