লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘সমতা, স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে লাকসামে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লাকসাম উপজেলা মানবাধিকার কমিশন ও লাকসাম পৌরসভা মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি জনাব মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম শাহীন, এবং লাকসাম পৌরসভা মানবাধিকার কমিশনের সভাপতি জনাব বেলালুর রহমান মজুমদার। এছাড়াও উপজেলা ও পৌরসভা মানবাধিকার কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার কেবল সংবিধানের বিষয় নয়—এটি মানুষের জন্মগত অধিকার। বক্তারা নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, শ্রমজীবী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় রাষ্ট্র, সমাজ ও পরিবার—সব পর্যায়ের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা আরও বলেন,
আলোচনা সভা শেষে একটি বর্ণিল র্যালী লাকসাম বাইপাস হাউজিং মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাইপাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হাউজিং এলাকায় এসে শেষ হয়।
র্যালীতে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে মানবাধিকার সচেতনতামূলক প্রচারণা চালায়। পথচারীদের মাঝেও মানবাধিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে নানা স্লোগান প্রদান করা হয়।
সমাপনী র্যালী শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি ও নাস্তা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবাধিকার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়—মানুষের অধিকার রক্ষায় সারাবছর কাজ করার অঙ্গীকারই এ দিনের মূল উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.