
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসামের ভাষা সৈনিক, প্রবীণ সাংবাদিক ও লেখক মো. আবদুল জলিলের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। দিনটি উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আবদুল জলিল ১৯৩৬ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলার চন্দনা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সময় তিনি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিনি দক্ষিণ কুমিল্লার প্রাচীন সংবাদপত্র ‘সাপ্তাহিক লাকসাম’-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে তিনি স্থানীয় ইতিহাস, জনপদ ও ভাষা আন্দোলনের চেতনাকে তুলে ধরেছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— বৃহত্তর লাকসাম ও কুমিল্লা সংক্ষিপ্ত অধ্যায়, জনপদ কথামালা, বৃহত্তর কুমিল্লা জেলার সাংবাদিকতার উদ্ভব ও বিকাশের ইতিহাস, সাগর তীরে কেওড়াবনে এবং পীর মুর্শিদের বাংলাদেশ। এছাড়া তার রচিত নাটক ‘খুনে লাল বাংলা’ পাঠকমহলে ব্যাপক প্রশংসা লাভ করেছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী মিলাদ মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া লাকসাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ভাষা সৈনিক আব্দুল জলিলের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সাংবাদিক সংগঠন (লাকসাম প্রেস ক্লাব) এই গুণী ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
ভাষা সৈনিক আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীতে আজ মিলাদ মাহফিল ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যদের পাশাপাশি মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত বছর প্রশাসনের পক্ষ থেকে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ভাষা সৈনিক আব্দুল জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.