
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় ৬নং উত্তরদা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাটিয়াভিটা গ্রামে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে গ্রামের বিভিন্ন সড়ক, বাজার, বাড়িঘর ও বসতবাড়িতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা দলে দলে ভাগ হয়ে গ্রামজুড়ে প্রচারণায় অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তরদা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক নূর নবী। তারা বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও ধানের শীর্ষের আদর্শ তুলে ধরেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন,
“দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ধানের শীর্ষ প্রতীকের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ঈমাম হোসেন, শাখাওয়াত হোসেন, কামাল হোসেন, হিরণ, উত্তরদা ইউনিয়ন ছাত্রদল নেতা সাফায়েত হোসেন শুভ, মোঃ রহিম বাদশাহ, পারভেজ হোসেন, আল আমিন, শাওন, শাহাদাতসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ছবিঃ উত্তরদা ইউনিয়ন ছাত্রদল।
তরুণ কর্মীদের সরব উপস্থিতির কারণে প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তারা গ্রামজুড়ে পথচারী, বাজারের ক্রেতা-বিক্রেতা এবং ঘরে ঘরে থাকা ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন।
নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা শোনেন। স্থানীয়রা এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও কৃষি–সহায়তা বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকে কেন্দ্র করে পুরো বাটিয়াভিটা গ্রামে নির্বাচনী আমেজ তৈরি হয়। অনেকেই নিজ নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে প্রচারণা দলের হাতে লিফলেট গ্রহণ করেন। তরুণ ভোটারদের বেশ আগ্রহ চোখে পড়ে।
স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন,
“আমরা শান্তি চাই, উন্নয়ন চাই। তাই যার কাজ ভালো হবে তাকেই সমর্থন দেবো।
পুরো প্রচারণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আগামীর বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে জনগণ তাদের সমর্থন অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.