
লাকসাম উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম পৌরসভায় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী করা এবং নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প–বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবুল কালাম। তিনি স্থানীয় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, পরিবার–সমাজে নারীর ভূমিকা এবং ভোটের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “নারীরা সমাজের অগ্রগতির প্রধান শক্তি। পরিবর্তন চান যদি, তবে ভোটের মাধ্যমে সেই পরিবর্তনের পথ তৈরি করতে হবে।” তিনি আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ–এ ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে জননেতা আবুল কালাম সাহেবের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পুত্র আশিকুর রহমান ও পুত্রবধু। তারা স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা বলেন। পরিবারি উপস্থিতি সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করে।
মহিলা সমাবেশে বিভিন্ন বয়সের নারী, গৃহিণী, শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, নারীরা শুধু ঘরের কাজেই নয়—সমাজ, রাজনীতি ও রাষ্ট্র নির্মাণেও সমানভাবে অবদান রাখছেন।
নারী নেত্রীদের বক্তব্যে ভোটাধিকার প্রয়োগ, সুষ্ঠু নির্বাচন এবং নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হল।
সমাবেশে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও গতিশীল করতে ঘরে–ঘরে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
জননেতা আবুল কালাম বলেন, “বিএনপির রাজনীতি মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্রের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। জনগণের সমর্থন নিয়েই আমরা সামনে এগোতে চাই।
উঠান বৈঠক ও মহিলা সমাবেশে স্থানীয়দের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনেকে বলেন, এ ধরনের ছোট পরিসরের আয়োজন গ্রাসরুট পর্যায়ে যোগাযোগ বাড়ায় এবং এলাকার সমস্যা–সম্ভাবনা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ করে দেয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জননেতা আবুল কালাম বিভিন্ন পাড়া–মহল্লায় বিএনপির প্রতীক ধানের শীর্ষ –এর পক্ষে সমর্থন কামনা করেন। তিনি বলেন, দলীয় ঐক্য, জনসম্পৃক্ততা এবং ভোটারদের আস্থা অর্জনই নির্বাচনে সাফল্যের মূল কৌশল।
বৈঠকে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, যুবক–যুবতীসহ সাধারণ মানুষ অংশ নেন। স্থানীয় নেতারা বলেন, এ ধরনের উঠান বৈঠক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে এবং রাজনৈতিক কর্মসূচিতে নতুন উদ্দীপনা আনে।
আবুল কালাম সাহেব জানান, লাকসাম–মনোহরগঞ্জ অঞ্চলকে উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চার ধারায় ফিরিয়ে আনতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ভবিষ্যতেও কাজ করবেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.