গত ১৮ তারিখ কুমিল্লা সুজা মসজিদে ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগের সদস্য হত্যা মামলাসহ বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার আসামি আনোয়ার হোসেন মিঠু নবনির্বাচিত কমিটি নিয়ে কটুক্তি করে। এছড়াও সে বিএনপি ও জামাত শিবিরের কেউ মসজিদে ঢুকতে পারবে না বলে হুংকার দেয়। এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এটি নজরে আসে এনসিপি নেতৃবৃন্দের। এই ভিডিওটির জের ধরে কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দ শুক্রবার মোগলটুলির শাহ সুজা মসজিদে এসে নামাজ আদায় করে এবং নামাজ শেষে মুসল্লীদের সাথে কথা বলেন। তখন নির্বাচিত মসজিদ কমিটি এবং অন্যান্য সাধারণ মুসল্লী এনসিপির সাথে যুক্ত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে মসজিদের মোতয়াল্লী সহ মুসল্লীদের সাথে কথা বললে বিষয়টি সত্যতা নিশ্চিত হয়।
মসজিদের মতোয়াল্লি জানান, গত শুক্রবার তিনি নামাজ পড়তে আসলে মসজিদের গেট থেকে ফিরিয়ে দেয়া হয়।
বিষয়টি নিয়ে মুসল্লিদের সাথে কথা বললে তারা সুষ্ঠ বিচার দাবি করে।
এনসিপি নেতৃবৃন্দ জানায়, আমরা জানতে পারি আওয়ামী লীগের একজন নেতার নেতৃত্বে মোগলটুলী এলাকায় ফ্যাসিস্ট এর দোষররা একত্রিত হচ্ছে। বৈষম্য দুর করতে ছাত্ররা তাজা রক্ত দিয়েছে। আমরা জানতে পারি এই মসজিদে এখন পর্যন্ত বৈষম্য দুর হয়নি উল্টো বেড়েছে। মসজিদ কমিটিতে যোগ্যরাই থাকবে। এখানে কোন ধরনের দূর্নীতি হলে ছাত্র সমাজ এলাকাবাসী ও মুসল্লীদের সাথে নিয়ে শক্তহাতে দমন করবে। শুধু এই মসজিদই না সকল মসজিদে সাধারন মুসল্লীরা যা চাইবে তাই হবে। কোনকিছু চাপিয়ে দেয়া যাবে না।
এ সময় এনসিপি নেতা এস,বি জুয়েল,
নাসির উদ্দিন তানভীর, হাসান,রনি,জাফর, শাকিল,মিজান, মামুন,ইমতিয়াজ, কিরন,সানি, সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোতয়াল্লী আলহাজ্ব আশরাফ উদ্দিন রহমত বলেন,আমরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ঐতিহ্যবাহী শাহ সুজা মসজিদের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি।গত ১৯ এপ্রিল বাদ আসর মসজিদে কমিটির মিটিং চলাকালে আওয়ামী দোষর ফয়েজ,মিঠু,কাজী জসিমের নেতৃত্বে হামলা করে এবং কোন মিটিং না করার হুমকি প্রদান করে। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি এবং মসজিদের সার্বিক কার্যক্রম যেন সঠিক ভাবে চলে তার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে এনসিপির মহানগর নেতা এস বি জুয়েল বলেন,কোন মসজিদ কমিটিতে সৈরাচারের দোসরদের কোন স্থান হবে না। ঐতিহ্য বাহী শাহ সুজা মসজিদ নিয়ে যদি সৈরাচারের দোসরেরা কোন হস্তক্ষেপ করে আমরা কঠোর হস্তে তা প্রতিহত করব।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.