শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে ২ দিন বন্ধ! শিক্ষার আলো নিভে যাক, বিদ্যুতের আলো থাক।

মোঃ কাশেদুল হক কাজলঃ সরকার নতুন অফিসসূচী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিন নির্ধারণ করেছে। ২২.০৮.২০২২ খ্রিঃ তারিখ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্থ অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো দুইদিন বন্ধ থাকবে। বাণিজ্যিক ব্যাংকের সময়সূচী এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। বাণিজ্যিক ব্যাংক সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এমনিতে করোনা মহামারীর কারনে দুই বছর শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়। তাতে আমাদের কোমলমতী শিক্ষার্থীরা অনেক পিছিয়ে আছে। একটি ছাত্রের জীবনে দুই বছর নষ্ট হলে মাধ্যমিক পর্যায়ের দশটি ক্লাশের দশ প্রজন্মের ছাত্ররা প্রায় ২০ বছর পিছিয়ে আছে।এই ক্ষতি পুষিয়ে উঠতে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত ক্লাশ কিংবা পাঠদান করা দরকার, সেখানে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত তা বোধগম্য নয়। এমনিতেই শিক্ষার্থীরা গত দুই বছরে ভাস্যুয়াল শিক্ষা ব্যবস্থা রপ্ত করতে গিয়া মোবাইল নামের আজব যন্ত্রটিতে আসক্ত হয়ে পড়ে। এই আজব যন্ত্রটি শিশুদের জন্য যে মাদকের চেয়েও ভয়ঙ্কর তা একমাত্র অভিভাবকগণই জানেন। এই ভার্স্যুয়াল শিক্ষার কারণে কত ছাত্র শিক্ষা থেকে ঝড়ে পড়েছে, কত ছাত্র কিশোর গ্যাং কিংবা অপরাধের সাথে জড়িত হয়েছে, তা পরিসংখ্যান করলে জানা যাবে। এ ব্যাপারে আমাদের শিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্বশীলদের কিংবা শিক্ষা বুদ্ধিজীবীদের  কোন মাথা ব্যাথা আছে মনে হয় না। এর পরও বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে শিক্ষামন্ত্রনালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্তে-
“শিক্ষার আলো নিভে যাক, বিদ্যুতের আলো থাক” মনোভাবেরই প্রকাশ পায়।

Leave a Reply