তৌহিদ খন্দকার তপু।। সততার পুরস্কারস্বরূপ এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে শুধু কুমিল্লা নয় গোটা দেশের সাংবাদিক সংগঠন গুলোর জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখা। কুমিল্লা নগরীর অটোচালক অনিক হাসান, যে কিনা সম্প্রতি তার অটোতে পাওয়া ১৫ লক্ষ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার (২৬ জুলাই) বিকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁওস্থ দৈনিক আমাদের কুমিল্লা কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথিরা সততার প্রতীক অটো চালক অনিক হাসানের হাতে নগদ টাকা, ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় অতিথিরা অনিকের প্রশংসা করে বলেন, অবক্ষয় ও অস্থির বর্তমান এই সমাজে অনিক হাসানের এই নির্লোভ সততা দেশের মানুষকে নতুন করে আশার আলো দেখায়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন, এমন অর্থনৈতিক বাস্তবতায় থেকেও যে পিতা তার ছেলেকে টাকা ফেরত দিতে বলে, তিনি নিজেও এক মহান ব্যক্তি। আজ শুধু অনিক নয়, তার পিতাকেও সংবর্ধনা দেওয়া উচিত। সাংবাদিক
সমিতি কুমিল্লার এমন আয়োজনে থাকতে পেরে আমি গর্বিত শুধু কুমিল্লা নয় সারা দেশের সাংবাদিক সংগঠন গুলোর উচিত কুমিল্লার পরিশিলীত এই সাংবাদিক সংগঠনটিকে অনুসরন ও অনুকরন করা। তাহলে সাংবাদিক সংগঠন গুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে। ফলে উপকৃত হবে মানুষ। অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডা. আব্দুল লতিফ বলেন, আমরা জীবনে অনেক সংবর্ধনা অনুষ্ঠান দেখেছি। অনেক সময় সমাজে যাদের আমরা সম্মান করি, তারা হয়তো কারো সম্পদ আত্মসাৎ করে বিত্তশালী হয়েছে। কিন্তু অনিক হাসান ব্যতিক্রম। একসময় মনে হয়েছিল, আমরা এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছি, কিন্তু অনিকের মতো সন্তানরাই আমাদের নতুন করে আশাবাদী করে তোলে। অনিক, তুমি যা করেছো সেটাই সত্যিকারের জীবন। এটাই আমাদের করা উচিত। অতিথি বাপা কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, অনিকের এই সততাকে স্বীকৃতি দিয়ে ইয়াসমিন রীমা ও শাহাজাদা এমরান যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের সমাজে নারীদের সম্মানের জায়গা থাকলেও আমরা হীনমন্যতার কারণে তা ধরে রাখতে পারি না। অনিক তার পিতার কাছে পরামর্শ করে অর্থ ফেরত দেয়, যা প্রমাণ করে, তার পরিবারে সততার শিক্ষা কতটা গভীরভাবে নিহিত। আমরা খোঁজ নিয়ে জেনেছি, অনিকের পরিবার খুব একটা স্বচ্ছল নয়। তবুও লোভ তাকে ছুঁতে পারেনি। এমন সন্তান ও তার বাবার প্রতি আমার শ্রদ্ধা।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল বলেন, মন ভালো না হলে কেউ অনিকের জন্য ছুটে আসতো না। যারা এসেছে, তারা নিজেদেরও সম্মানিত করেছে। শাজাদা এমরান যে সংগঠনের মাধ্যমে এটা করেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। অটোতে বিশাল অংকের টাকা পেয়েও ফিরিয়ে দেওয়ার সাহসিকতা ও সততা সত্যিই বিরল। এই কাজের মধ্য দিয়ে আমরা আশা করি, সমাজে আরো অনেক অনিক হাসান গড়ে উঠবে।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে অনুষ্ঠানের মধ্যমনি অনিক হাসান আবেগাপ্লুত হয়ে পড়েন। আবেগভরে তিনি বলেন, "আমাকে যারা আজ সম্মানিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই, সবসময় যেন সততার পথে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।"
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমিন রীমা বলেন, আমি বিশ্বাস করি, একজন সৎ বাবা যখন তার সন্তানকে এমন শিক্ষা দেয়, তখন সেই পরিবার গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। জীবিত অবস্থায় মানুষকে সম্মান জানানো উচিত মৃত ব্যক্তির জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু সেটা তার কাছে পৌঁছায় না। তাই জীবিতদের কাজের স্বীকৃতি দেওয়ার এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিশিষ্ট ইসলামিক চিন্তবিদ হযরত মাওলানা মুফতি নাঈম বিল আবদুল বারীর কোরআন তেলোয়াত ও সাংবাদিক সমিতি কুমিল্লার সহ সভাপতি ওমর ফারুকী তাপসের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নাটাব কুমিল্লার সভাপতি ডা. গোলাম শাহজাহান, কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি জামিল আহমেদ খন্দকার, বিশিষ্ট মানবাধীকার সংগঠক আলী আকবর মাসুম, বাপা কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ, কুমিল্লা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, জেনেটিক পলিটেকনিকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান মুকুল, এইড কুমিল্লার কর্মকর্তা জাফরুল্লাহ সেকু, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার শামসুল আলম রাজন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলার সভাপতি তারিকুল ইসলাম তরুণ, চান্দিনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুম, বাংলাদেশ সাংবাদিক সমিতি দাউদকান্দি উপজেলার সভাপতি কামরুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইমরাত জাহান এ্যানি প্রমুখ। উপস্থিত অতিথিবৃন্দ অনিক হাসান ও তার পরিবারের এই নৈতিক শিক্ষা ও উদাহরণকে সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা বিশ্বাস করেন, এমন উদ্যোগ একদিকে যেমন সততার বার্তা পৌঁছে দেবে, তেমনি ভবিষ্যৎ প্রজনকে অনুপ্রাণিত করবে। সাংবাদিক সমিতির এই সংবর্ধনা অনুষ্ঠান এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.