স্টাফ রিপোর্টার :- ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল পক্ষ থেকে আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিরুজ্জামান আমির; সিনিয়র যুগ্ম আহবায়ক কুমিল্লা জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আজমীর হোসেন শরীফ, উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো:সোলায়মান মুন্সী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা একরামুল হক রাসেল,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন রকি, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন ফয়েজ রশীদ প্রিমু;সাধারন সম্পাদক; কুমিল্লা মহানগর ছাত্রদল সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.