

কেন্দ্রীয় মৎস্য দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে প্রচারণা
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের ধানের শীর্ষের প্রার্থী আবুল কালামের পক্ষে ভোট চাইতে এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় মৎস্য দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টা থেকে তিনি নিজ এলাকা কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রামপুর এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইসমাইল হোসেন, সফিউল্লাহ, আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া কেন্দ্রীয় মৎস্য দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সফরসঙ্গীরা। উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, শাখাওয়াত হোসেন, মাসুদুর রহমান, ছাত্রদলের সাফায়েত শুভ, বাদশাহ, শাহাদাত হোসেনসহ দলীয় নেতাকর্মী ও নারী কর্মীরা।
সভায় বক্তারা বলেন, ধানের শীর্ষকে বিজয়ী করতে হলে সবাইকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। বিশেষ করে মা-বোনদের কাছে গিয়ে আবুল কালামের পক্ষে সমর্থন আদায়ের আহ্বান জানানো হয়। তারা বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং আবুল কালামকে বিজয়ী করতে হলে দলীয় পরিকল্পনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও জানান, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দরিদ্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি এবং স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে । আগামীর বাংলাদেশ গড়তে এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন কামনা করেন তারা।
ধানের শীর্ষের প্রার্থী আবুল কালামের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন পাড়া-মহল্লায় থেকে আসা ভোটারদের সাথে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আবুল কালামের পক্ষে ভোট প্রার্থনা করেন।
উঠান বৈঠকগুলোতে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীর্ষের কোনো বিকল্প নেই। আবুল কালাম একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা উল্লেখ করে তারা বলেন, নির্বাচিত হলে তিনি লাকসামের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন।
গণসংযোগকালে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দিনব্যাপী কর্মসূচিকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
