বাংলা নিউজ ডেস্কঃ বিগত ১/১০/২৪ ইং তারিখে কুমিল্লা আদালতে প্র্যাক্টিসরত সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইনজীবীদের সংগঠন সাউথ ইস্ট ইউনিভার্সিটি লইয়ারস এসোসিয়েশন কুমিল্লা এর ৩ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এতে আহব্বায়ক হন তরুন আইনজীবী সৈয়দ আল ইমরান তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সদস্য তিনি বার কাউন্সিল সনদ প্রাপ্ত হন ২০২১ সালে।সিনিয়র যুগ্ম আহব্বায়ক হন তরুন আইনজীবী আরিফ আহমেদ তিনি বার কাউন্সিল সনদ প্রাপ্ত হন ২০১৮ সালে।সদস্য সচিব হন তরুন আইনজীবী মো: আবুল হাসনাত হিমেল। তিনি একই সংগঠনের সুপ্রিম কোর্টের সহ সম্পাদক তাছারা সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সদস্য। তিনি বার কাউন্সিল সনদ প্রাপ্ত হন ২০১৮ সালে এবং হাইকোর্ট পারমিশন প্রাপ্ত হন ২০২২ সালে।
উল্লেখ্য, এখানে ইউনিভার্সিটি সিনিয়ারিটি হিসেব করে কমিটি অনুমোদন দেওয়া হয়