

আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম, আদর্শ-সদর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমে নিবেদিত সংগঠন “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” আদর্শ-সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এম হেলাল এবং সদস্য সচিব হয়েছেন মো: রাজিবুল ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদর্শ- সদর উপজেলায় তারা সমাজসেবা, শিক্ষা প্রসার এবং মানবিক সহায়তার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে গঠনমূলক কাজ করতে চায়। অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আহ্বায়ক জি.এম হেলাল বলেন, “আমরা আদর্শ-সদর উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করতে চাই। আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা।” সদস্য সচিব মো: রাজিবুল ইসলাম বলেন, “কমিটি গঠনের পরপরই আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করব এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ শুরু করব।”
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
যুগ্ম আহ্বায়ক :
মো: জালাল হোসাইন
যুগ্ম আহ্বায়ক:
মো:আলামিন
যুগ্ম আহ্বায়ক
মো: মহিউদ্দিন ফরহাদ
যুগ্ম আহ্বায়ক :
জোবায়ের আহমেদ হ্রদয়
যুগ্ম আহ্বায়ক :
ইসমাইল হোসেন শুভ
যুগ্ম আহ্বায়ক :
নূর মোহাম্মদ জীবন
যুগ্ম আহ্বায়ক:
শামসুল আরেফিন জিসান
যুগ্ম আহ্বায়ক :
মো: আফ্রিদি
সদস্য:
মো: রাকিবুল ইসলাম
সদস্য :
আনোয়ার রেজা সাকি
সদস্য:
রুহুল আমিন হাসান রাব্বি
সদস্য :
আহফাজুল কবির নেজামি
সদস্য:
এনামুল হক জিসান
সদস্য :
মো: কাইয়ুম হোসেন
সদস্য :
মো: মাহফুজুর রহমান
সংগঠনের জেলা আহ্বায়ক পিয়ারে মাহবুব এবং জেলা সদস্য সচিব সাজ্জাদ খানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।