

কুমিল্লা জেলা যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান সদস্য, বিশিষ্ট সমাজসেবক ইশতিয়াক সরকার বিপুর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এলাকার একটি কুচক্রী মহল। এই মহলটি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কুমিল্লাকে শোষণ করেছে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। তারাই ইশতিয়াক সরকার বিপুর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ এনে হয়রানি করার চেষ্টা করছে। অনিক নেমের একজন হত্যা মামলার আসামিকে মামলায় জড়িয়ে ৬৪ ধারায় জবানবন্দি নিয়ে আবুল কালাম হত্যা মামলায় জড়িয়ে ফাসানোর চেষ্টা চলছে যা সম্পুর্ন পরিকল্পিত।
ইশতিয়াক সরকার বিপু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের সকল ধরনের সমস্যায় এগিয়ে এসেছিলেন। দলের জন্য ২০১৮ সালে তিনি কারা বরণ করেন। শত শত নেতাকর্মীকে মিথ্যা মামলা থেকে জামিন ও তাদের পরিবারের ভরনপোষণ জোগিয়েছিলেন।
বিগত দিনে কুমিল্লার বিএনপির রাজনীতিতে ইশতিয়াক সরকার বিপুর ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। তিনি কুমিল্লা এবং কুমিল্লার বাইরের বিএনপির বড় বড় দলীয় প্রোগ্রামে তার নেতাকর্মীদেরকে নিয়ে অংশগ্রহণ করেছেন।নানুয়া দিঘীরপাড় পূজা মন্ডপে কুরআন শরীফ রাখা নিয়ে সারাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হওয়ার সময় তিনি নিজে উপস্থিত থেকে মন্দির গুলোকে পাহারা দিয়ে রক্ষা করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের কোন ধরনের ক্ষতি হতে দেননি। মামলা হামলার ভয়কে উপেক্ষা করে বিপুর নেতাকর্মীরা বিভিন্ন সময় মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে।
জুলাই গণ গণঅভ্যুত্থানের পরে ইশতিয়াক সরকার বিপু পাঁচ তারিখ বিএনপির কর্মীদের সাথে নিয়ে উপস্থিত থেকে কুমিল্লা কোতোয়ালি থানা রক্ষা করেন। তখন আরও উপস্থিত ছিলেন বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কাউন্সিলর কিবরিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ। এছাড়াও পাঁচই আগস্ট থেকে শুরু করে দেশের পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত ইশতিয়াক সরকার বিপু ও তার নেতাকর্মীবৃন্দ ৫ নং ওয়ার্ড রক্ষায় দল গঠন করে পাহারা দিয়েছিলেন যার ফলে অন্যান্য ওয়ার্ডে জ্বালাও পোড়াও ভাঙচুর হলেও কুমিল্লা পাঁচ নং ওয়ার্ডে এ ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও সারা দেশে যখন মন্দির ভাঙচুর শুরু হয় তিনি তার নেতাকর্মীদের নিয়ে পাঁচ নং ওয়ার্ড ও আশেপাশের সকল মন্দির পাহারা দেন এবং কোন ধরনের ক্ষয়ক্ষতি হতে দেয়নি।
এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের দাবী, ইশতিয়াক সরকার বিপুর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা হোক।