কুমিল্লায় ভোররাতের অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

আজ ভোর ০১:১০ ঘটিকায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর গোমতী আইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যৌথ এই অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্প থেকে।

আটককৃত ব্যক্তির পরিচয়ঃ
১। নামঃ মোঃ আরিফ হোসেন (২৭)
পিতাঃ জয়নাল আবেদীন
মাতাঃ সেলিনা বেগম
গ্রামঃ পাথুরিয়া পাড়া, জগন্নাথপুর
পোস্টঃ মোগলটুলি
থানাঃ কোতয়ালী মডেল থানা
জেলাঃ কুমিল্লা
মোবাইলঃ ০১৬২৭-০৭২৪০০

উদ্ধারকৃত অবৈধ সামগ্রীর বিবরণঃ
১। পাইপগান – ০১টি (তার দোকানের চুলার পাশে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়)
২। চাপাতি – ০২টি (তার বসতঘরের টিনশেড স্টোর রুম থেকে উদ্ধার)
৩। চাইনিজ কোরাল – ০১টি (উদ্ধার স্থান: স্টোর রুম)
৪। কিং ফিসার বিয়ার – ০১টি (উদ্ধার স্থান: স্টোর রুম)
৫। গাঁজার পুরিয়া – ০১টি (উদ্ধার স্থান: স্টোর রুম)
৬। ইয়াবা ট্যাবলেট – ০১টি (উদ্ধার স্থান: স্টোর রুম)

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য কোতয়ালী মডেল থানার ডিউটিরত অফিসার ইনচার্জের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।

Leave a Reply