কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তৌহিদ খন্দকার তপু।।   কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রবিবার বিকালে নগরীর রামঘাট এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়েজ রশীদ প্রিমু,

ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোলাইমান মুন্সি, যুগ্ন সাধারণ একরামুল হক রাসেল, ছাত্রদল নেতা সালাউদ্দিন রকিসহ অন্যান্যরা।

Leave a Reply