কুমিল্লার শীতার্ত মানুষের পাশে ‘প্রবাসী মানবিক ফাউন্ডেশন’: শীতবস্ত্র বিতরণ

তীব্র শীতে কাঁপছে দেশ, আর এই হাড়কাঁপানো শীতে কুমিল্লার ছিন্নমূল ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রবাসী মানবিক ফাউন্ডেশন’। গতকাল রাতে এবং আজ সকালে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সংগঠনের পক্ষ থেকে কয়েকশত দুস্থ মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
​প্রধান কার্যক্রম:
​নগরীর কান্দিরপাড়, টাউন হল মাঠ, রেলওয়ে স্টেশন এবং পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রাস্তার পাশে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষ, রিকশাচালক ও দিনমজুরদের মাঝে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। প্রবাসে অবস্থানরত কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তের রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
​প্রবাসী মানবিক ফাউন্ডেশন উপদেষ্টা সহকারী অধ্যাপক মুফতি ইব্রাহিম সাহেব বলছে দেশের রেমিট্যান্স যুদ্ধা বিদেশের মাটিতে থেকে দেশের মানুষের জন্য বিভিন্ন মানবিক কাজে তাদের অবদান থাকে তাদের এই অবদান অনেক গুরুত্বপূর্ণ
​বিতরণকালে সংগঠনের স্থানীয় প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের একজন সমন্বয়ক মাহবুব আলম বলেন
​”দূর প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। তীব্র শীতে আমাদের এলাকার অসহায় মানুষগুলো অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজের বিত্তবানরাও যেন এই শীতে মানুষের পাশে দাঁড়ান।”
​সুবিধাভোগীদের প্রতিক্রিয়া:
​শীতবস্ত্র পেয়ে নগরীর এক প্রবীণ ভিক্ষুক আবেগাপ্লুত হয়ে বলেন, “কয়দিন ধইরা খুব শীত পড়ছে বাবা, রাইতে ঘুমাইতে পারতাম না। এই কম্বলটা পাওয়ায় আজ রাইতে শান্তিতে ঘুমাইতে পারমু। আল্লায় তোমাগো ভালো করুক।” সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মিয়াজি বলেন
​ভবিষ্যৎ পরিকল্পনা:
​প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও তাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু শীতবস্ত্র নয়, চিকিৎসা সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণেও সংগঠনটি কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Leave a Reply