ছাত্রদলের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা

ছাত্রদলের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা

এডিস মশা কখন কামড়ায়:
• সকাল ৯টা থেকে ১১টা
• বিকেল ৪টা থেকে ৬টা

ডেঙ্গুর লক্ষণ:
• হঠাৎ জ্বর
• চোখ ও গায়ে ব্যথা
• বমি ভাব
• র‍্যাশ বা ফুসকুড়ি
• দাঁত, নাক বা শরীর থেকে রক্তপাত (গুরুতর ক্ষেত্রে)

ডেঙ্গু হলে করণীয়:
• চিকিৎসকের পরামর্শ নিন
• বিশ্রাম নিন ও তরল খাবার খান
• নিজে থেকে ওষুধ সেবন করবেন না

সবচেয়ে গুরুত্বপূর্ণ:
প্রতি ৩ দিন পর পর জমে থাকা পানি ফেলে দিন।
যেমন: ফুলের টব, এসির নিচে, ড্রাম, পুরনো টায়ার, বোতল ইত্যাদি।

Leave a Reply