

তৌহিদ খন্দকার তপু।। জুলাই সনদ ঘোষণা, মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি- কুমিল্লার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এনসিপি নেতা বি জুয়েলের নেতৃত্বে কুমিল্লা কান্দিরপাড় টাউনহল গেইটে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন এস বি জুয়েল, নাছির উদ্দিন, খালেদ ইব্রাহিম, ফাইয়াজ হক, তানভীর আলম, জায়েদ, জুম্মান, জানে আলম রনি, মিজানুর রহমান, হিমেল, মারুফসহ এন সি পি এর কুমিল্লা ও মহানগর নেতৃবৃন্দ।