দীর্ঘ একমাস পর লাকসাম উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

লাকসাম (প্রতিনিধি)

দীর্ঘ একমাস উপজেলা নির্বাহী অফিসার শূন্য ছিল লাকসাম উপজেলা পরিষদ তবে তখন ভারপ্রাপ্ত ইউএনও এর দ্বায়িত্ব পালন করেছেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলন চাকমা। গত সেপ্টেম্বর মাসে সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদকে হঠাৎ বদলি করে কুমিল্লা জেলা প্রশাসক। যা মেনে নিতে পারে নি লাকসামের সাধারণ নাগরিকগণ, রাস্তায় নেমে পড়ে সাধারণ নাগরিক স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ইউএনও কাউছার হামিদ স্যারের বদলি ঠেকানোর জন্য টানা চার পাঁচ দিন রাস্তায় নেমে আন্দোলন করে সবাই। জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করেন লাকসামের সাধারণ নাগরিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসবের একটাই কারণ ইউএনও কাউছার হামিদ ছিলেন জনবান্ধন একজন অফিসার সকলের সাথে মিশে কাজ করতেন যার যে সমস্যা ছিল র্নিভয়ে বলতে পারতেন স্যারের কাছে। ইউএনও কাউছার হামিদ স্যার শুরুতেই বিভিন্ন উন্নয়ন মুলক কাজ হাতে নেন এবং বিশেষ করে বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন সরকারি খাল দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বাল্য বিবাহ বন্ধ ও মাদকমুক্ত সমাজ বিনির্মানে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। লাকসাম পৌরসভার ধোপা পুকুর ভরাট ও নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরাণীর জায়গায় দখলের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন কাউছার হামিদ স্যার যার কারনেই হয়তো ওনাকে বদলি করা হইছে বলে মনে করেন অনেকেই কিন্তু একটা কথা আছে হাকিম লড়ে তো হুকুম লড়ে না।
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ লাকসাম উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জনাবা নারগিস সুলতানা। আজ বুধবার বিকেল বেলায় ৪ টার সময় লাকসাম উপজেলা পরিষদে এসে নিজের অফিসের সকল ষ্টাফদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সকলের পরিবারের খোঁজ খবর নেন এখনো আনুষ্ঠানিক ভাবে কোন দ্বায়িত্ব বুঝে নেন নি তবে কয়েকদিনের মধ্যেই দ্বায়িত্ব বুঝে নিবেন। দীর্ঘদিন ইউএনও না থাকায় লাকসাম উপজেলা পরিষদে অনেক সেবা বন্ধ হয়ে আছে গত একমাস ধরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সংশোধনের কাজ ইউএনও স্যারের আইডি না থাকায় বন্ধ ছিল এই সেবা। যার কারনে সাধারণ নাগরিকরা এই সেবা থেকে বঞ্চিত ছিল অনেকের বিদেশে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে পাসপোর্ট রিনিউ করতে পারছে না জন্ম নিবন্ধন সংশোধনের কারণে। এবং লাকসাম উপজেলা পরিষদের অনেক কর্মকর্তা ও কর্মচারী গত মাসের বেতনও পাননি এখনো। আশা করি সকল সমস্যার সমাধান হতে কিছুদিন সময় লাগবে। ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) নারগিস সুলতানা মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে কাজ করেছেন এবং তিনি বিবাহিত ও দুই সন্তানের জননী।
বর্তমান লাকসাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদান করেছেন।
বর্তমান কর্মস্থল লাকসাম উপজেলা
পূর্ববর্তী কর্মস্থল ছিল মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার তারও আগে সহকারী কমিশনার হিসিবে (ভূমি) বান্দরবান সদর উপজেলায় দ্বায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই কন্যা সন্তানের জননী

Leave a Reply