
লাকসাম উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব আবুল কালাম পবিত্র উমরাহ হজ পালন করতে সৌদি আরব গমন করেছেন। তিনি নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
উমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে ও সৌদি আরবে পৌঁছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন আল্লাহ যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি তিনি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া করছেন বলে জানান।
তিনি কুমিল্লা-৯ আসনের সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও সমর্থকদের প্রতিও দোয়ার আবেদন জানান। একই সঙ্গে তিনি তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আবুল কালাম বলেন, “আমি দেশে ফিরে আসা পর্যন্ত যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সেই দায়িত্ব যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করেন।” তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্য ও সংহতির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগী নেতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং জনগণের সমর্থনের মাধ্যমেই কুমিল্লা-৯ আসনে বিএনপি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে সক্ষম হবে।
উল্লেখ্য, আবুল কালাম দীর্ঘদিন ধরে লাকসাম–মনোহরগঞ্জ এলাকার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার উমরাহ পালনকে কেন্দ্র করে এলাকার নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার নিরাপদ সফর ও সুস্থভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করছেন।

