

বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জুয়েলারি সমিতির আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুমিল্লা শহরের একটি স্থানীয় মিলনায়তনে, যেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান।
এছাড়াও উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি ভিপি মো. মাহবুবুর রহমান দুলাল
সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু সহ-সভাপতি আবু তাহের সহ-সাধারণ সম্পাদক আরিফ জামান সাংগঠনিক সম্পাদক শাজালাল মাসুম সহ-সাংগঠনিক সম্পাদক লিটন
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলার জুয়েলারি সমিতির অন্যান্য সম্মানিত সদস্য ও স্বর্ণ ব্যবসায়ী মালিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বাজুসের ৬০ বছরের সাফল্য, দেশের অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয়।