**বিপু : নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত কিংবদন্তি**

বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ইশতিয়াক সরকার বিপুকে নিয়ে লিখেছেন বিএনপি নেতা কবির হোসেন।। 

ইশতিয়াক সরকার বিপু : নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত কিংবদন্তি

বিপুর মতো মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। সে শুধু একজন মানুষ নন, একটি প্রতিষ্ঠান—নিঃস্বার্থ সেবা, নীরব দান আর অফুরন্ত ভালোবাসার প্রতীক। তাঁর কাছে কেউই অবহেলিত নয়, প্রতিটি মানুষের দুঃখ-কষ্ট তাঁর নিজের মতো করে ছুঁয়ে যায়।

সকাল থেকে রাত—কারো মেয়ের বিয়ের ব্যবস্থা, কারো সন্তানের পড়াশোনার খরচ, কারো অসুস্থ জামাইয়ের চিকিৎসা, কারো সংসারের অভাব—সব কিছুতেই তিনি অদৃশ্য সুপারহিরোর মতো হাজির হন।

কোনো প্রচার নেই, কোনো দাবি নেই, শুধু নিঃশব্দে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কেউ বিপদে পড়লে সে আগে খোঁজ নেন, তারপর সাহায্য পাঠান।

অথচ কখনোই মুখ ফুটে বলবেন না, *”আমি এটা করেছি!”*—এটাই তাঁর প্রকৃত ইমানদারির পরিচয়, এটাই ইসলামের সত্যিকারের শিক্ষা।

মা-বাবার প্রতি তাঁর শ্রদ্ধা ও দায়িত্ববোধ দেখলে মনে হয়, সন্তানের কর্তব্য কী হওয়া উচিত। বর্তমান সমাজে যেখানে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, সেখানে বিপুর এই মমত্ববোধ হৃদয়কে নাড়া দেয়।

তাঁর জীবনযাত্রা অত্যন্ত সাধারণ, কিন্তু চিন্তার জগৎ বিশাল। সারাদিন সে ভাবে —*”গরিব-দুঃখী মানুষের কীভাবে পাশে দাঁড়ানো যায়?”* তাঁর এই চিন্তায় কোনো সীমানা নেই, নেই কোনো ধর্ম-বর্ণ-দলের বিভেদ।

তাঁর হৃদয় সবার জন্য উন্মুক্ত—একজন সত্যিকারের মানুষ হওয়ার এটাই তো অর্থ।

আল্লাহ তাআলা যেন তাঁকে সুস্থ-সবল রাখেন, দীর্ঘ জীবন দান করেন এবং তাঁর এই মানবিকতার আলোকে আরও বিস্তৃত করতে শক্তি দেন।

Leave a Reply