লাকসামের উত্তরদা ইউনিয়ন পরিষদে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লাকসাম(কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। সভায় সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উত্তরদা ইউনিয়ন পরিষদের প্রশাসক মানসি পাল।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিন উদ্দিন, হিসাব সহকারী জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সুফল ও কুফল তুলে ধরেন। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে কী ধরনের পরিবর্তন আসতে পারে এবং ‘না’ ভোট দিলে রাষ্ট্র কাঠামো মেরামতের ক্ষেত্রে কী প্রভাব পড়বে—সে বিষয়ে ভোটারদের সচেতন হওয়া প্রয়োজন।

তিনি একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সকল পিতা-মাতার প্রতি আহ্বান জানান। তবে স্থানীয়দের অভিযোগ, উত্তরদা ইউনিয়নে বাল্যবিবাহের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও তা প্রতিরোধে ইউনিয়ন পরিষদ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। অনেক ক্ষেত্রেই তথ্য গোপন রাখা হচ্ছে কিংবা রাজনৈতিক নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীরা পালিয়ে গিয়ে আদালতে এফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট অভিভাবকদের বিরুদ্ধেও তেমন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

সভায় উপস্থিতির সংখ্যা দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, টিসিবির পণ্য নিতে আসা সাধারণ মানুষদের অপেক্ষায় রেখে গণভোট বিষয়ে প্রচারণা চালানো হয়েছে, যা আরও পরিকল্পিতভাবে পরিচালনা করা প্রয়োজন ছিল।

এছাড়া, এই অবহিতকরণ সভা উপলক্ষে ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবা কার্যক্রম বন্ধ ছিল, ফলে সেবা নিতে আসা সাধারণ জনগণকে ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা মনে করেন, গণভোট সম্পর্কে প্রকৃত ও কার্যকর সচেতনতা তৈরি করতে হলে পাড়া-মহল্লা ও গ্রামে গ্রামে গিয়ে প্রচারণা চালানো জরুরি। কারণ গ্রামের অনেক ভোটার এখনো জানেন না গণভোট কী এবং এর গুরুত্ব কী।

তাই গণভোট বিষয়ক প্রচারণা ও অবহিতকরণ কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply